Shebaru

কোরআনে রোগ মুক্তির ৬টি সেরা দুআ

কোরআনে রোগ মুক্তির ৬টি দুআ

কোরআনে রোগ মুক্তির ৬টি সেরা দুআ

কোরআন সকল সমস্যার সমাধান। রোগ মুক্তি থেকে আরম্ভ করে সকল বিপদ-আপদ থেকে রক্ষা পেতে মানুষ কোরআনের দোয়া পাঠ করে। নিচে কোরআনে রোগ মুক্তির ৬টি দুআ ও এর অর্থ বর্ণনা করা হল। যথাযথভাবে আমল করলে খুব দ্রুত বা আস্তে আস্তে ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।

وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ

wa yashfi sudoora qawmin mumineen

অর্থ: এবং (আল্লাহ) মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন।
And [Allah] shall heal the b reast of the believers.
(at-Tawba, 9:14)

وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

wa shifaun limaa fee as-sudoori wa hudan wa rahmatun lil-mumineen

অর্থ: এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

আরও পড়ুন: দোয়া কুনুত অর্থসহ বাংলা উচ্চারণ ও আমল

A healing for (the diseases) in your hearts, and for those who believe a guidance and a mercy. (Yunus, 10:57)

يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ

yakhruju min butooniha sharaabun mukhtalifun alwaanuhu feehi shifaun lin-naas

তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

There issues from within the bodies of the bee a drink of varying colors wherein is healing for mankind. (an-Nahl, 16:69)

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।

Wa nunazzilu mina al-qurani ma huwa shifaun wa rahmatun lil-mumineen And We sent down in the Quran such things that have healing and mercy for the believers (surah bani israel ayat 82, 17:82)

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

Wa idha maridtu fahuwa yashfeen

অর্থ: যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।

And when I am ill, it is [Allah] who cures me.” (ash-Shu`ara, 26:80) (A supplication of Prophet Abraham [as])

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ

qul huwa lil-ladheena amanoo hudan wa shifaa

অর্থ: বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার।

আরও পড়ুন: অভাব দূর করার আমল: কুরআন ও সহীহ হাদিস এর দুআ

And declare (O Muhammad SM.) that [the Quran] is a guidance and healing for the believers. (al-Fussilat, 41:44)

বড় বড় শারীরীক ও মানুষিক রোগ মুক্তি থেকে আরম্ভ করে সকল বিপদ-আপদ থেকে রক্ষা পেতে কোরআনের এই দুআ গুলো কাজে আসবে ইনশাআল্লাহ। বার বার এই কোরআনে রোগ মুক্তির ৬টি দুআ পাঠ করে আক্রান্ত ব্যাক্তিকে ফুক দেওয়া যেতে পারে।

পরিশেষে বলা যায় যে কোন ব্যাধির জন্য কুরআনিক চিকাৎসার জন্য এই দোয়া গুলো পালন করলে অবশ্যই ফলাফল পাওয়া যাবে।
তবে ধের্য ধরতে হবে। হতাশ হওয়া চলবে না। সেই সাথে মন থেকে আকুতি মিনতি করে, কি চাচ্ছেন তা ভেবে ভেবে দোয়া গুলো
পাঠ করতে হবে।
সুতরাং আমল করুন ও আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান। সাথে থাকার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

কোন পরামর্শ বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন বা খুব প্রয়োজনে মোবাইল করতে পারেন।
লেখক: আবু জাফর রাজু, পিএইচডি. গবেষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: +8801790550000 (হোয়াটসঅ্যাপ); (10am-9pm)
বি:দ্র: লেখাটি কপি না করার জন্য অনুরোধ করছি, তবে পোস্টের লিংক দিলে বৈধ হবে।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top